মুন্সীগঞ্জ জেলা বিএনপির মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সংবিধান সংশোধনের প্রতিবাদে বুধবার বেলা পৌনে ১১টার দিকে একটি মিছিল বের করলে শহরের মুক্তিযোদ্ধা সংসদ সড়ক এলাকায় এই ঘটনাটি ঘটে।
এর আগে সকাল সাড়ে ১০টায় নেতা-কর্মীরা শহরের থানারপুলস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে মুক্তিযোদ্ধা সংসদ সড়কে এলে পুলিশ ব্যারিকেড দিয়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে সেখান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয় চত্বরে এসে একটি পথসভা করেন। এতে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তোতা মিয়া, দফতর সম্পাদক আব্দুল আজিম স্বপন, সাবেক সহ-সভাপতি হাজী গুলজার হোসেন প্রমূখ।
শীর্ষ নিউজ
Leave a Reply