মুন্সীগঞ্জ শহরের চরকিশোরগঞ্জ এলাকায় সুতার মিলের এক নারী শ্রমিক ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ধর্ষনের ঘটনায় ধর্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ধর্ষনের ঘটনাটি ঘটেছে কয়েক দিন আগে। নারী শ্রমিক নিজেই বাদী হয়ে বুধবার রাত ১১ টার দিকে থানায় ওই মামলা দায়ের করেন।
স্থানীয় গ্রাম সালিশির মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল। পরে স্থানীয় গনমাধ্যম কর্মীরা ঘটনা জানতে পেরে সাংবাদিকদের হস্তক্ষেপে ধর্ষক শরীফ পাঠানকে (২৪) প্রধান আসামী করে সদর থানায় ওই মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক শরীফ চরকিশোরগঞ্জ এলাকার সৈয়দ পাঠানের ছেলে। মামলার অপর আসামীরা হচ্ছে- রাজন পাঠান, ইমরান পাঠান ও শিল্পী পাঠান।
বিডিলাইভ
Leave a Reply