ধলেশ্বরীতে অজ্ঞান পার্টির কবলে ৩ নৌ শ্রমিক

apশহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে বুধবার রাতে অজ্ঞানপার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন নৌযানের তিন শ্রমিক। অজ্ঞানপার্টির সদস্যরা নৌযান শ্রমিকদের কাছ থেকে ২০ হাজার টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন সেট লুটে নিয়েছে।

পুলিশ ধারণা করছে, অভিনব কৌশলে নৌযানে ঢুকে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেয় অজ্ঞানপার্টি চক্র।

বুধবার সারারাত এমভি বর্তমান নামে বালুবাহী নৌযানের (বাল্কহেট) মধ্যে পড়ে থাকেন ওই তিন শ্রমিক।

তারা হচ্ছেন- লাবলু (৩২), রুবেল (২৮) ও আব্দুল্লাহ (২২)। বৃহস্পতিবার ভোরে তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমভি বর্তমানের মালিক শাহরিয়ার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতে বালুবাহী বাল্কহেডটি হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় নদীর পাড়ে নোঙরে ছিল। রাতে শ্রমিকরা নিজেদের রান্না করা খাবার খেয়ে সারারাত অজ্ঞান হয়ে নৌযানে পড়ে ছিলেন।

নৌযান মালিক বৃহস্পতিবার ভোরে খোঁজ-খবর নিতে গেলে শ্রমিকদের অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন।

সদর থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এটি অজ্ঞানপার্টি চক্রের কাজ। পুলিশ অজ্ঞানপার্টির চক্রকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

দ্য রিপোর্ট

Leave a Reply