ভুয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরিচয়ে পদ্মা সেতু প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। বানানীর সৈনিক ক্লাবের পাশের রেল লাইন থেকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- তোফাজ্জল হোসেন (৪১) ও ইদ্রিস আলী (৪০)।
আটক করতে যাওয়া বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান দ্য রিপোর্টকে বলেন, ‘আটকদের মধ্যে তোফাজ্জল হোসেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠানকে পদ্মা সেতুর প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সৈনিক ক্লাবের পাশের রেল লাইনে গিয়ে তার সহযোগী ইদ্রিসসহ তাকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
দ্য রিপোর্ট
Leave a Reply