বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকারের ‘গণবিরোধী’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিকল্প ধারা অক্টোবরের মাঝামাঝি সব শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবে।
বি চৌধুরী আজ বৃহস্পতিবার বিকেলে বিকল্প ধারার কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প স্বেচ্ছাসেবক ধারা আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এই আহ্বান জানান। বিকল্প ধারা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবক ধারার সভাপতি বি এম নিজামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিকল্প ধারার কোষাধ্যক্ষ আজিজ আখন্দ, ঢাকা মহানগর উত্তর বিকল্প ধারার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, স্বেচ্ছাসেবক ধারার সাধারণ সম্পাদক আবুল বাসার, যুবধারার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভন প্রমুখ।
বি. চৌধুরী দশম জাতীয় সংসদ নির্বাচনে শতকরা ৫ ভাগ ভোট পড়েছে দাবি করে বলেন, ‘১৫৪ আসনে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। অথচ সরকার সংসদে বিচারপতিদের অপসারণের জন্য সংবিধান সংশোধন বিল উত্থাপন করেছে। এ সময় তিনি সরকারের সম্প্রচার নীতিমালারও সমালোচনা করেন।
আলোচনাসভা শেষে নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
কালের কন্ঠ
Leave a Reply