‘মরদেহ না পাওয়ায় ক্ষতিপূরণ নয়’

skনৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এক লাখ টাকা এবং জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তবে নিখোঁজদের পরিবারের জন্য কিছুই করার নেই।’

কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘নিখোঁজদের মরদেহ না পাওয়া পর্যন্ত কোনো সাহায্য বা ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।’

মাদারীপুরের ইউআই উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাকিম মিয়ার কবর জিয়ারত শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য, ৪ আগস্ট মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে পদ্মায় প্রায় তিনশ যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চ পিনাক-৬। ওই ঘটনায় এখনও লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ ৪৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৬৭ জন। তাদের বেশির ভাগই মাদারীপুর জেলার বাসিন্দা।

মন্ত্রী এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের আন্দোলনের দৈন্যতা প্রমাণিত হয়েছে। কারণ বিগত দিনে তারা যে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করেছে তা এ দেশের মানুষ ও প্রশাসন প্রতিহত করেছে।’

পরে মন্ত্রী মাদারীপুর জেলার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

দ্য রিপোর্ট

Leave a Reply