টঙ্গীবাড়ীতে বিচার শালিশীতে দু-দল গ্রামবাসীর সংঘর্ষ

sssssআহত ১০ ॥ ভাংচুর
ব.ম শামীম: টঙ্গীবাড়ী উপজেলার স্বিদ্ধেশ্বরী বাজারে রাত ৮ টায় দু-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত এবং ছাত্তার ঢালীর দোকানে ভাংচুর এর ঘটনা ঘটেছে। এ সময় দু-দল গ্রামবাসী স্বশস্ত্র মোহড়া চালায়। টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানাগেছে, উপজেলার মান্দ্রা গ্রামের কতিপয় ছাত্রীকে বাক্ষ্রনভিটা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে রাউৎভোগ গ্রামের কিছু বখাটে ছেলে উত্যাক্ত করে আসছিলো। এ নিয়ে সোমবার রাতে সিদ্ধেশ্বরী বাজারের ছত্তর ঢালীর দোকানে সালিশী বসে। শালিশীতে পাচঁগাওঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহম্মেদ সাবেক টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহম্মদ সেখসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দু-দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পরে। রাউৎভোগ গ্রামের আ. মালেক সেখের নেতৃত্বে প্রায় ২ শত জন গ্রামবাসী মান্দ্রা গ্রামবাসীর উপর হামলা চালালে দু-পক্ষের সংঘর্ষে সেকুল সেখ, মনির সেখ, রানা, পারভেজ ঢালী, শহিদুলসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

Leave a Reply