স্বাস্থ্য সেবার করুন হাল
মুন্সীগঞ্জ সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন এর সংকট দেখা দিয়েছে। কুকুর ও বিড়াল কামড়ানো রোগীরা এ ভ্যাকসিন দিতে হাসপাতাল কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা রোগীদের ভ্যাকসীন নেই বলে ফিরিয়ে দিচ্ছে।
এদিকে এমন সমস্যায় রোগীরা বাইরে থেকে ১ ডোজ ভ্যাকসীন ৬০০ টাকায় ক্রয় করে ডাক্তার ধারা ইনজেকশন এর মাধ্যমে জলাতঙ্ক রোগের প্রতিষেধক ভ্যাকসীন দিচ্ছে। এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ কাজী শরীফুল আলম বলেন ভ্যাকসীন শেষ হয়ে গেছে সাপ্লাই নাই। গোটা জেলায় এ সংকট দেখা দিয়েছে। প্রায় ৩মাস যাবৎ এ সমস্যা গোটা মুন্সীগঞ্জে চলছে।
ইতিমধ্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসীন এর বরাদ্ধ চেয়ে চিঠি দেয়া হয়েছে। কবে পাওয়া যাবে তা সঠিক বলতে পারছি না। এ সমস্যা সমাধানের না হলে ঘোটা জেলাবাসী জলতঙ্ক রোগে ভোগতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য সচেতন ব্যাক্তিবর্গ।
মুন্সিগঞ্জেরকাগজ
Leave a Reply