সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে দুই বলগেটের মুখোমুখী সংঘর্ষে ২৩শ বস্তা সিমেন্ট সহ ১টি বলগেট ডুবি। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় তালতলা-ডহরী ধলেশ্বরী শাখা নদীর ফেগুনাসার গুদারাগাট এলাকায়।
জানা যায়, ডুবে যাওয়া শাহাজালাল নামের বলগেটটি নারায়নগঞ্জের আকিজ সিমেন্ট কারখানা থেকে ২৩ শত বস্তা সিমেন্ট নিয়ে শরিয়তপুর যাচ্ছিল। এই বলগেটটির মালিক শরিয়তপুরের গনি মিয়া। বিপরীত দিক থেকে আসা বলগেটটি মাওয়া থেকে ৭ হাজার ফিট বালু নিয়ে সিরাজদিখান যাচ্ছিল। এটির মালিক নারায়নগঞ্জের ফতুল্লা থানার কাউটাইল পশ্চিমপাড় গ্রামের ইকবাল হোসেন।
বালুর বলগেটটি রং সাইড দিয়ে আসায় দূর্ঘটনাটি ঘটে বলে স্বিকার করেন বালু বলগেটের খালাশি রফিক গাজি। ডুবে যাওয়া বলগেটের সুকানি নান্নু মাঝি জানান, আমরা সাঁতার কেটে পাড়ে উঠে আসি। ইঞ্জিন চালক শাহজালাল ফকির নিচে ছিল সে ভাগ্য গুনে বেঁচে আসে।
জে নিউজ
Leave a Reply