নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জ এর মাওয়া ঘাট থেকে মাদারীপুরের কাওড়াকান্দি নৌ রুটে রাতের আধারে চলছে মাওয়া নৌ রুটে পুলিশকে ঘুষ দিয়ে রাতে চলছে স্পিডবোট। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।
কিন্তু যাত্রীদের এই ঝুঁকিকে গুরুত্ব দিচ্ছে না প্রশাসন। বরং মাওয়া ঘাটে ফাঁড়ী পুলিশকে ঘুষ দিয়েই রাতে চলে এসব নৌযান। বাতি নেই স্পিডবোটে, অন্ধকারে একটি অন্যটির সঙ্গে কিংবা ফেরির ও লঞ্চের সঙ্গে সংঘর্ষ হয় প্রায়ই। আর এতে মৃত্যু অবধারিত। স্রোতের কারণে মরদেহও পাওয়া যায় না।
কিছু দিন আগে পদ্মার মাঝামাঝির দিকে হাজরা পয়েন্টে রাতে দুই স্পিডবোটের সংঘর্ষের পর নিখোঁজ ১০ জনের মধ্যে তিনজনের মরদেহ মিললেও বাকিদের খোঁজ মেলেনি।এই দুর্ঘটনার পর বেশ কিছুদিন বন্ধ থাকলেও ফের আবারও রাতে চলা শুরুকরেছে স্পিডবোটগুলো।
মাওয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খন্দকার খালিদ হোসেন জানান, রাতে অবৈধভাবে স্পিডবোট আর লঞ্চ চলাচলের কোনো তথ্যই তাদের কাছে নেই । প্রশাসনের গুরুত্ব না দেয়ার ব্যাপারটিও অস্বীকার করেন তিনি।
জে নিউজ
Leave a Reply