পদ্মা সেতু দুর্নীতি মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল

padma2পদ্মা সেতু দুর্নীতি মামলায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। বুধবার দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম মুখ্য মহানগর হাকিম আদালতে প্রতিবেদন দাখিল করেন। এজাহারভুক্ত আসামি সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া, কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের তিন কর্মকর্তাসহ ৭ আসামিকেই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আগামী ১৮ অক্টোবর চার্জশিট মুখ্য মহানগর হাকিম আদালত থেকে সিনিয়র স্পেশাল জজ আদালতে পাঠানোর বিষয়ে শুনানির তারিখ ধার্য রয়েছে।

দাখিল করা প্রতিবেদনে বলা হয়, সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই তাদের অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের তিন কর্মকর্তা সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস, সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল ও আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ শাহ এবং সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির সদস্য সচিব কাজী ফেরদৌস, সড়ক ও জনপথের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের ও এসএনসি-লাভালিনের স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মোঃ মোস্তফাকেও অব্যাহতি দেয়া হয়েছে। ৩১ আগস্ট মামলাটির চূড়ান্ত প্রতিবেদন কমিশনের অনুমোদন লাভ করে।

যুগান্তর

Leave a Reply