ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় শনিবার দুপুরে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ২০ বাসযাত্রী আহত হয়েছেন। নিহত কাভার্ডভ্যান চালকের নাম শামসুল (৩৬)।
হাইওয়ে পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করলেও নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে গজারিয়ার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান ও আল-বারাকা পরিবহনের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কাভার্ডভ্যান চালক শামসুল (৩৬) নিহত হয়েছেন।
আহত বাসযাত্রীরা হলেন- সিরাজ মিয়া (৫৮), শান্তা (৯), জুলেখা (২৭), সুমন (৬), নূরুল ইসলাম (৪৫), শারমিন (২৩) ও ইব্রাহীমসহ (১৩)। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহত সবাইকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দ্য রিপোর্ট
Leave a Reply