মুন্সীগঞ্জের শহরে মোজাম্মেল তালুকদার (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা-পুলিশ। রোববার সকাল ৮ টায় কাটাখালির রনছ এলাকায় নিজ বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সদর থানার এসআই আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ ঘরের আড়ার সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যা করেছে মোজাম্মেল। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তিনি আরো জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে। সে কাটাখালি গ্রামের রনছ এলাকার মৃত আলাল তালুকদারের ছেলে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
শীর্ষ নিউজ
Leave a Reply