আনারপুরায় বসুন্ধরা পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড

fire basundaraমোঃ জাফর মিয়া: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আনারপুরায় রবিবার সকালে (পৌনে ১০টা) বসুন্ধরা পেপার মিলসে আভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পরে। সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভির্সের উপ সহকারী পরিচালক জানান, সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে করা হয়েছে। তবে পুরো পুরি নেভাতে আরও এক থেকে ড়ে ঘন্টা সময় লাগবে। এদিকে এই অগ্নিকান্ডে মিলটির অন্তত ৪০ শ্রমিক আহত হয়েছে। তাদের বিভিন্ন সরকারী ও বেসকারী হাসপাতালে ভর্তী করা হয়েছে।

বসুন্ধরা পেপার মিলর্স এর ডেপটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান বলেন,কি কারনে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন নিয়ন্ত্রনে করতে গিয়ে আমাদের বেশ কিছু শ্রমিক আহত হয়েছে। তাদের কে বিভিন্ন স্বস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, আগুনের সঠিক কারণ এবং ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। প্রথমে মিলটির গুদামে আগুন লেগে তা ফ্যাক্টরীতে ছড়িয়ে পড়ে। মিলটির নিজস্ব ব্যবস্থায় প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তবে ধাও ধাও করে আগুন ছড়িয়ে পড়তে থাকলে তাৎক্ষনিক দাউদকান্দি ফায়সার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঢাকার ডেমরা থেকে আরও দু’টি ইউনিট যোগ দেয়। অবস্থা বেগতিক দেখে নারায়ণগঞ্জের বন্দর ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। এদিকে হতাহতে আশঙ্কায় দাউদকান্দি স্টেশন থেকে একটি এ্যাম্বুলেন্স এনে আহতদের হাসাপতালে পাঠানো হয়েছে।
fire basundara
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের এই পেপার মিলসের কর্মরত শ্রমিকদের স্বজনরা ভিড় জমিয়েছে। তারা ভেতরের প্রবেশ চেষ্টা চালায় এবং বিক্ষোভ প্রদর্শন করে। ওসি জানান, নিরাপত্তার কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে আগুন এর তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় ও ঢাকা থেকে আগত গনমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেয়নি ও সাংবাদিকদের লাঞ্চিত করে মিলটির প্রশাসনিক কর্মকর্তা তানভির আহম্মেদ । গনমাধ্যম কর্মীদের লাঞ্চিত করার প্রতিবাদে নিন্দা জানিয়েছে গজারিয়া উপজেলা প্রেসক্লাব ।

অপরাধ সংবাদ

Leave a Reply