জামায়াতের আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে আমৃত্যু কারাদন্ড রায়ের প্রতিবাদে জামায়াত ইসলামের ডাকা হরতালের দ্বিতীয় দিনেও মুন্সীগঞ্জে কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। আজ রবিবার সকাল থেকেই মুন্সীগঞ্জ সদর ও জেলার অভ্যন্তরীণ সড়কে সব ধরণের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া, জামায়াত ইসলামের দ্বিতীয় দিনের ডাকা হরতালের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতাল সমর্থনে জেলার কোথাও মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি জামায়াত নেতাকর্মীদের।
এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেল ৪ টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সূত্র মতে কোন অপ্রীতিকর ঘটনার খবরাখবর পাওয়া যায়নি। তবে অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বাধিক প্রস্তুত রয়েছে।
হরতাল প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার (এস.পি) বিপ্লব বিজয় তালুকদার জানান, সকাল থেকে এ পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সর্বাধিক প্রস্তুত রয়েছে।
এবিনিউজ
Leave a Reply