মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে বাড়তি সতর্কতা

munshigonj1গত ঈদের পর পিনাক-৬ ডুবিতে এবার বাড়তি সর্তকতার পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি বা কারও গাফিলতির কারণে যাত্রী বিড়ম্বনা সৃষ্টি হলে তা বরদাস্ত করা হবে না। নেয়া হবে কঠোর ব্যবস্থা। আসন্ন ঈদ ও দুর্গাপুজোয় মাওয়া-কাওড়াকান্দিতে নৌরুটের স্বাভাবিক পারাপারে রবিবার মাওয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউসে অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশ নেন- পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান এবং বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, বাস, লঞ্চ, সিবোট মালিক সমিতির প্রতিনিধিসহ বিভিন্ন স্টেক হোল্ডারগণ।

ঘুরমুখো মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছাতে ও কর্মস্থলে ফিরে আসতে ঈদের আগে ও পরে পরিস্থিতি বুঝে পণ্যবাহী ট্রাক বন্ধ রেখে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যান পারাপার করার সিদ্ধান্ত হয়। পুলিশ, র‌্যাব ও আনসারদের পাশাপশি রোভার স্কাউটও গার্লসগাইডসহ বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক সমন্বয়ে প্রতিবারের মতো এবারও যাত্রী পারাপার নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা রাখা হবে।

জনকন্ঠ

Leave a Reply