দশ সাংগঠনিক টিমের তালিকা দিয়েছে আ’লীগ

balদল গোছাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ১০টি টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, তার তালিকা দেওয়া হয়েছে। দলটির সাংগঠনিক কাঠামো মজবুত করতে দ্রুত সম্মেলন করার জন্য শনিবার গণভবনে অনুষ্ঠিত যৌথসভায় এ ১০টি টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার রাতে এ তালিকা দেওয়া হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক ১০টি সাংগঠনিক টিমের মধ্যে ঢাকা বিভাগে ৩টি, চট্টগ্রাম বিভাগে ২টি ও অন্য ৫ বিভাগের প্রতিটিতে একটি করে টিম গঠন করা হয়েছে।

দশ সাংগঠনিক টিম হলো-

রংপুর বিভাগের ৮টি সাংগঠনিক জেলা- রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারীতে সমন্বয়ক হলেন দলের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান নূর, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ সব জেলায় দায়িত্ব পালন করবেন।

রাজশাহী বিভাগের ৯টি সাংগঠনিক জেলা- জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী মহানগর ও রাজশাহীতে সমন্বয়ক হলেন দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ ছাড়া ওই বিভাগের দায়িত্ব পেয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আব্দুর রহমান, আখতারউজ্জামান, মির্জা আজম, জুনাইদ আহমেদ পলক প্রমুখ।

খুলনা বিভাগের ১১টি সাংগঠনিক জেলা- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, খুলনা মহানগর ও জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরায় সমন্বয়ের দায়িত্বে পালন করবেন দলের সাংগঠননিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, বেগম মন্নুজান সুফিয়ান, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মোস্তফা মোহাম্মদ ফারুখ, এস এম কামাল হোসেন দায়িত্ব পেয়েছেন।

বরিশাল বিভাগের ৭ সাংগঠনিক জেলা- বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল জেলা ও মহানগর, ঝালকাঠি, পিরোজপুরে সমন্বয়কের দায়িত্বে পেয়েছে দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ ছাড়া দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দায়িত্ব পালন করবেন।

ঢাকা বিভাগের ৫টি সাংগঠনিক জেলা- ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরের সমন্বয়ক হলেন দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এ ছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আব্দুর রহমান, এ কে এম এনামুল হক শামীম এ সব জেলায় দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া ঢাকা বিভাগের ৬টি সাংগঠনিক জেলা- নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকার সাংগঠনিক দায়িত্ব পালন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফর উল্লাহ, নূহ-উল-আলম লেনিন, উপদেষ্টা পরিষদের সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম রহমত উল্লাহ, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, আক্তারুজ্জামান, নূরুল মজিদ হুমায়ুন প্রমুখ।

ঢাকা বিভাগের ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ- এই ৬টি জেলায় জেলায় দায়িত্ব পালন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, মির্জা আজম, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, নসরুল হামিদ বিপু।

সিলেট বিভাগের ৫টি সাংগঠনিক জেলা- সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট মহানগর ও সিলেট জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করবেন দলের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ অ্যাডভোকেট। এ ছাড়া দায়িত্বে রয়েছেন- দলের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিত, সুরঞ্জিত সেনগুপ্ত, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক নূরুল ইসলাম নাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মান্নান ও নূরুল মজিদ হুমায়ুন।

চট্টগ্রাম বিভাগের ৭টি সাংগঠনিক জেলা- চট্টগ্রাম (উত্তর), চট্টগ্রাম (দক্ষিণ), চট্টগ্রাম মহানগর, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার জেলার সমন্বয়ক হলেন দলের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর। এ ছাড়া দলের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান, কেন্দ্রীয় কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগের ৭ সাংগঠনিক জেলা- নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা (উত্তর), কুমিল্লা (দক্ষিণ), চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আ হ ম মুস্তাফা কামাল (লোটাস কামাল), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও সুজিত রায় নন্দী।

দ্য রিপোর্ট

Leave a Reply