মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরীসহ নৌযান চলাচল স্বাভাবিক

mawa feriজামায়াতের হরতালের দ্বিতীয় দিন
সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায়ের প্রতিবাদে জামায়াতের দ্বিতীয় দফার হরতালে রোববার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরীসহ সকল ধরনের নৌযান চলাচল করছে। রাজধানীর সঙ্গে দক্ষিনবঙ্গের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এ নৌরুটে হরতালের মধ্যেও ১৪ টি ফেরী পারাপারে সচল রয়েছে।

তবে নৌরুটে ফেরী পারাপারে নেই যাত্রীবাহী বাস। দুরপাল্লার যাত্রী বহনকারী বাস চলাচল সম্পুর্ণ বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুল আলিম ফেরী পারাপারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দক্ষিনবঙ্গের প্রবেশ দুয়ার মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে হরতালের কোন প্রভাব পড়েনি। মুন্সীগঞ্জের মাওয়াঘাট ও মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে ফেরী গুলো নির্ধারিত সময়ের মধ্যেই ছেড়ে যাচ্ছে।

বিডিলাইভ

Leave a Reply