মুন্সীগঞ্জের এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন ও সহযোগীকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। জনাকীর্ণ আদালতে সোমবার বিকেলে জেলা অতিরিক্ত দায়রা জজ মো. শাহজাহান কবীর এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী সবুজ পাঠান (২০) শহরের উত্তর ইসলামপুর এলাকার শহীদুল্লাহ পাঠানের ছেলে। দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত সহযোগী আরিফ হোসেন (২৫) একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে শহরের উত্তর ইসলামপুর থেকে ৩৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সবুজ পাঠান ও তার সহযোগী আরিফকে আটক করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
দ্য রিপোর্ট
Leave a Reply