কৃষি মন্ত্রনালয় কতৃক গজারিয়ার উপজেলা জন্য বরাদ্ধ কৃত সার মতলবের কালিপুরা বাজারে বিক্রি করতে গিয়ে পুলিশের কাছে দরা পরেছে। সোমবার মতলব উত্তরের কালিপুরা বাজারে ১০০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে মতলব উত্তরের থানা পুলিশ। মতলব উত্তরের থানা পুলিশ সূত্রে জানা যায় গজারিয়া উপজেলার খান এন্টারপ্রইজ কে এই সার বরাদ্ধ দেয়া হয়ে ছিল গজারিয়া উপজেলার কৃষদের মাজে বিক্রি করার জন্য. কিন্তু খান এন্টারপ্রইজ সে সার গজারিয়া বিক্রি না করে মতলব উত্তরের কালিপুরা বাজারে নিয়ে যায়।
গজারিয়া আলোড়ন
Leave a Reply