মুন্সীগঞ্জ শহরে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পৃথক অভিযান চালিয়ে পৃথক তিনটি ফার্নিচার ও একটি রড-সিমেন্টের দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে। শহরের খালইষ্ট এলাকাসংলগ্ন জুবলী রোডে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।
তিনি জানান, ফুটপাতের ওপর পণ্যসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ৩টি ফার্নিচারের দোকান ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি রড-সিমেন্টের দোকান মালিককে ওই জরিমানা করা হয়।
এর মধ্যে সালমা ফার্নিচার দোকানের মালিককে ৪ হাজার টাকা, মিঠু ফার্নিচার ও ইকরা ফার্নিচার দোকানের মালিককে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আল্লাহর দান নামে রড-সিমেন্টের দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
দ্য রিপোর্ট
Leave a Reply