জনউপদ্রবের দায়ে শহরের জুবলী রোডে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সালমা ফার্নিচার, মিঠু ফার্নিচার ও ইকরা ফার্নিচারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মাসুম জরিমানার পর বুধবার বিকেলে জানান, এই তিন প্রতিষ্ঠান প্রধান সড়কের ফুটপাথ দখল করে কাঠের ফার্নিচার বার্নিশসহ নানাভাবে উপদ্রব চালায়। এতে পথচারীদের পড়তে হয় বিড়ম্বনায়।
এই বিষয়ে নিষেধাজ্ঞার পরও তা অব্যাহত রাখায় দ-বিধি ২৯১ ধারায় এই জরিমানা করা হয়। এক সময়ের ছিমছাম মফস্বল শহর মুন্সীগঞ্জে জনউপদ্রব বন্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। উপদ্রব বন্ধ না হলে শীঘ্রই আরও অভিযান শুরু হবে। এছাড়া আল্লাহর দান ড্রেডার্সকে ভোক্তা অধিকার আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জনকন্ঠ
Leave a Reply