সার্টিফিকেট তৈরির সরঞ্জাম উদ্ধার : ৭ জনের কারাদণ্ড

certificateJরাজধানীর নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার (এসএসসি, এইচএসসি, অনার্স,ডিগ্রি, মাস্টার্স ইত্যাদি) বিপুল পরিমাণ ভুয়া মার্কশিট, সার্টিফিকেট ও সার্টিফিকেট তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

এ সময় জালিয়াতির অভিযোগে সাত জনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল-মোহাম্মদ আরিফ (২৭), মোহাম্মদ উজ্জ্বল (২৫), মোহাম্মদ আলমগীর হোসেন (২৮), মোহাম্মদ মুঞ্জুর আলম (২৬), মোহাম্মদ আরিফ (২৫), মোহাম্মদ আলি হোসেন (৫২) ও মোহাম্মদ তুহিন (২৯)।

আজ বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত র‌্যাবের দুইয়ের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়) ও সহকারী পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, আজ বেলা দুটার দিকে রাজধানীর নিউমার্কেটের নীলক্ষেতে র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া সার্টিফিকেট ও মার্কশিটসহ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ সময়ে র‌্যাবের নির্বাহী মাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান সাত জন ভুয়া সার্টিফিকেট প্রস্তুতকারীকে এক বছর করে কারাদণ্ড দেন।
certificateJ
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আরিফ কুমিল্লা জেলার মুরাদনগর থানার পিরকাজিমপুর গ্রামের মোহাম্মদ আবুল হাশেমের ছেলে, মোহাম্মদ উজ্জ্বল বরিশাল জেলার উজিরপুর থানার ভবানীপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেনের ছেলে, মোহাম্মদ আলমগীর হোসেন শরিয়তপুর জেলার জরিরা থানার কাজিরচর মল্লিক কান্দি গ্রামের মোহাম্মদ আবদুর রবের ছেলে, মোহাম্মদ মুঞ্জুর আলম লক্ষ্মীপুর জেলার রশিদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে, মোহাম্মদ আরিফ পটুয়াখালী জেলার বাউফল থানার কারখানা গ্রামের মোহাম্মদ ফরিদ উদ্দিনের ছেলে, মোহাম্মদ আলি হোসেন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার আলমপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে, মোহাম্মদ তুহিন লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মধ্যদরবেশপুর গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে।

বিডি-প্রতিদিন

Leave a Reply