মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকার শুক্রবার দুপুর অনুমানিক ৩টার চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা এবং ১১ ভরি স্বণ অংলকার। ঘটনার সময় বাড়িতে কোন লোকজন ছিল না।
বাড়ির মালিক আব্দুল ছালাম জেলা ডিসি অফিসের কর্মচারী। তিনি বলেন, সাড়ে এগারটার দিকে টাকা রেখে বাইরে যান এবং তার স্ত্রী তাকে দুপুরের দিকে জানায় ঘর থেকে কে বা কারা টাকা ও স্বর্ণ নিয়ে গেছে।
বাড়ির গৃহকর্তি জানায়, তারা বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পর এই ঘটনা ঘটতে পারে। বাড়িতে এসে দেখে দরজার তালা ভাঙ্গা। ঘরে ডোকার পর দেখেন সবকিছু এলোমেলো, আলমালিরর দরজা খোলা। গৃহকর্তির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দেখে ঘরের আলমারির কাপড় চুপড় এলোমেলো।
সদর থানা এস.আই শহিদুল জানান, এই বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না; কিন্তু ধারণা করা যায় ঘটনাটি পূর্ব পরিকল্পিত।
অর্থসূচক
Leave a Reply