“সংসদে সংরক্ষিত মহিলা আসনে সরাসরি নির্বাচন”-শীর্ষক আলোচনা সভা

ssaসুমিত সরকার সুমন: “রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সরাসরি নির্বাচন ও নির্বাচনে শতকরা ৩৩ ভাগ নারীকে মনোনয়ন প্রদান”-শীর্ষক এক আলোচনা সভা শহরের মুন্সীগঞ্জ পৌরসভার মিলনায়তনে শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা পরিষদের আন্দোলন উপ-পরিষদ এ সভার আয়োজন করে।

এ সময় প্রধান আলোচকের বক্তৃতা করেন- বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ড. মালেকা বানু। সভায় জেলা মহিলা পরিষদের সভাপতি রাজিয়া বেগমের সভাপতিত্ব করেন।
ssa
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- কেন্দ্রীয় মহিলা পরিষদের সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, সরকারি হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, নারায়নগঞ্জ মহিলা পরিষদের প্রচার সম্পাদক শুভা সাহা, জেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: কুতুবউদ্দিন, জেলা সিপিবির সভাপতি শ.ম কামাল হোসেন, অ্যাডভোকেট নাসিমা আক্তার, জেলা মহিলা পরিষদের সাবেক সাধারন সম্পাদক হামিদা খাতুন প্রমুখ।

বিডিলাইভ

Leave a Reply