ইয়াবা গাজাসহ মাদক ব্যবসায়ী আফজাল আটক। দুপুর ১ টা ৩০ মিনিটে গজারিয়া থানার এস আই মিন্টু মোল্লা, এ বি এম দোহা এব্ং আলীমুল রাজীর যৌথ অভিযান চালিয়ে লক্ষীপুরা তার নিজ বাসা থেকে ১৬ পিছ ইয়াবাসহ আটক করে। গজারিয়া থানা সূত্রে যানা যায় আফজাল একাদিক মাদক ও অন্যান্য মামলার আসামি। গজারিয়া থানায় তার বিরুদ্ধে একাদিক মামলা রয়েছে। গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন সত্যত্ত্বা শিকার করে গজারিয়া আলোড়ন কে বলেন আমি গজারিয়া থানায় জত দিন আছি ততদিন মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে।
গজারিয়া আলোড়ন
Leave a Reply