পুরাতন কাচারী এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি

Mafiaমুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারী এলাকায় পিন্টু টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটারের মনিটর ভেঙে গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে, এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এদিকে, এ ঘটনায় রাত ৮টার দিকে ব্যবসায়ী মিন্টু মিয়া বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে সদর থানায় অভিযোগ দাখিল করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের পুরাতন কাচারী এলাকায় স্থানীয় যুবকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে কোটগাওঁ এলাকার দীপু, রানা ও অপুসহ তাদের দলবল অর্তকিত গুলিবর্ষণ করে।

এতে পিন্টু টেলিকমের একটি কম্পিউটারের মনিটরে গুলি আঘাত করলে সেটি ভেঙে যায়। এ সময় পুরাতন কাচারী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইয়ারদৌস হাসান বাংলানিউজকে জানান, অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Comments are closed.