বিক্রমপুরের জানা অজানা ইতিহাস

atis mukterমোহাম্মদ মোক্তার হোসেন: রঘুরামপুর মুন্সীগঞ্জ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের একটি গ্রাম। প্রাচীন বাংলার রাজধানী সদর উপজেলার রামপাল ইউনিয়নের এই গ্রামের মাটির নিচে চাপা পড়ে ছিল হাজার বছরের পুরনো বৌদ্ধ বিহার। বিক্রমপুর অঞ্চলে এই বৌদ্ধ বিহার আবিষ্কার বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত স্মরণীয় ঘটনা। এ অমূল্য আবিষ্কারটি বাংলাদেশকে বিশ্বের ইতিহাসে নতুন করে জায়গা করে দেবে। কারণ বিক্রমপুরের বজ্রযোগিনীর কীর্তিমান সন্তান ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (৯৮০-১০৫৪ খ্রিস্টাব্দ)। তিনি বিশ্ববিখ্যাত বৌদ্ধ বিহার নালন্দায় অধ্যয়ন করেন। অতীশ দীপঙ্কর অনেক পান্ডিত্য অর্জন করেন। তাঁকে বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ নিয়োগ করা হয়। কথিত আছে তিনি কিছুদিন সোমপুর মহাবিহারেরও (পাহাড়পুর বিহার) অধ্যক্ষ ছিলেন।

সরেজমিন এই বিহার দেখে সকলেই বিস্মিত এবং প্রাচীন এই সভ্যতাকে নিয়ে নানা সম্ভবনার কথা জানালেন বঙ্গবন্ধু শিশু কিশোর পরিষদ সভাপতি মনিরুজ্জামান রিপন। প্রত্নতত্ত্ব অধিদফতর কর্তৃক প্রকাশিত মুন্সীগঞ্জ (বিক্রমপুর) জেলা জরিপ প্রতিবেদনে নথিভুক্ত হয়েছে সুলতানী যুগের বাবা আদম শহীদ মসজিদ, মোগল যুগের ইদ্রাকপুর দুর্গ, ইটেরপুল (পুলঘাটা) ও ঔপনিবেশিক যুগের সোনারং মন্দির প্রভৃতি দাঁড়িয়ে থাকা প্রত্ন বস্তু। বিচ্ছিন্ন প্রত্নতাত্ত্বিক সূত্রে জানা যায় যে, প্রায় এক হাজার বছর আগে বিক্রমপুর ছিল চন্দ্র, বর্মণ ও সেনদের রাজধানী।

বিক্রমপুর অঞ্চলে ছিল সমৃদ্ধ জনবসতি। প্রমাণ হিসেবে দীর্ঘদিন থেকে মাঝে মাঝে দৈবাৎ আবিষ্কৃত হয় পাথর বা কাঠের ভাস্কর্য, স্থাপত্যাংশ, তা¤্রশাসন প্রভৃতি। এ পর্যন্ত ১শ’ টির বেশি মূর্তি ও ভাস্কর্য আবিষ্কৃত হয়েছে বিক্রমপুর অঞ্চল থেকে। ঢাকা, বরেন্দ্র, কলিকাতার ভারতীয় জাদুঘরসহ পৃথিবীর অনেক জায়গায় ছড়িয়ে আছে বিক্রমপুরের অমূল্য এসব প্রতœবস্তু। মূর্তি ও ভাস্কর্যের বাইরে চন্দ্র, বমর্ণ, সেন ও দেবদের ১৬টি তা¤্রশাসন পাওয়া গেছে বিক্রমপুরের ভেতরে ও বাইরে, যেখানে একাধিকবার বিক্রমপুরের উল্লেখ রয়েছে ‘শ্রীবিক্রমপুর-সমাবাসিত-শ্রীমজ্জায়স্কন্ধাবারাৎ’ হিসেবে। বর্তমান রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের প্রায় প্রতি বাড়িতে ঘরের চালের নিচে বা নলকূপের পাড়ে এবং পুকুর ঘাটে প্রাচীন ইট পুনর্ব্যবহৃত হতে দেখা যায়। কোন কোন জায়গায় মাটি খুঁড়লেই বেরিয়ে আসে ইটের পর ইট ও মৃৎপাত্রের টুকরা। প্রত্নতাত্ত্বিক খননে প্রায় ৩ মিটার গভীর পর্যন্ত মানব বসতির চিহ্ন পাওয়া যায়। হাজার বছরের প্রাচীন সভ্যতা মাটির নিচে চাপা পড়ে আছে। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে শুরু করে আনুষ্ঠানিক প্রত্নতাত্ত্বিক খনন।
atis mukter
অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে ঐতিহ্য অন্বেষণের গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অন্য বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করেন প্রত্নতাত্ত্বিক গবেষণায়। প্রথম বছর ২০০৯-২০১০ অর্থ বছরে রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের তিনটি গ্রামে ৯টি পরীক্ষামূলক উৎখনন পরিচালিত হয়। প্রতিটি প্রতœস্থানে প্রাচীন বসতির চিহ্ন পরিলক্ষিত হলেও সীমিত আকারের উৎখননে বসতির প্রকৃতি বোঝা যাচ্ছিল না। ৯ নম্বর স্পট প্রাচীন বজ্রযোগিনীর রঘুরামপুরে ইট-নির্মিত দেয়ালাংশ আবিষ্কৃত হয় প্রথম বছর। ২০১০-২০১১ সেশনে রঘুরামপুরে পুনরায় উৎখনন শুরু হয়। মাটির নিচে লুকিয়ে থাকা প্রতœবস্তু শনাক্ত করার জন্য জিপিআরএস, ইলেক্ট্রাম্যাগনেটো মিটার, ইলেক্ট্রো রেজিস্ট্রিভিটি সার্ভে যন্ত্রপাতি নেই। তাই নিয়মিত উৎখনন ও প্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণে উন্মোচিত প্রতœবস্তু খোঁজ করতে থাকে দলটি। রঘুরামপুরে ২০১১-১২ সেশনে তৃতীয় বছরে উৎখনন শুরু হলে পূর্বাষ্কৃত ইট-নির্মিত স্থাপত্যাংশের আরও প্রায় ১০০ মিটার উত্তরে গর্ত পরিষ্কার করতে গেলে বেরিয়ে আসে ক্ষতিগ্রস্ত ইটের দুটি দেয়ালের চিহ্ন।

বৌদ্ধ ধর্ম অবক্ষয়রোধে রাজা চং ছপের বিশেষ আমন্ত্রণে অতীশ তিব্বতে গমন করেন। সেখানে ১৬ বছর অবস্থানকালে তিনি ১৭৫টি মৌলিক গ্রন্থ রচনা করেন। শিক্ষা সমচ্চয়, সূত্রালঙ্কার, জাতকমালা, উদ্যানবর্গ, বোধিসত্ত্বা ভূমি প্রভৃতি তাঁর বিশুদ্ধ মহাযানী দর্শন গ্রন্থ। বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে ভূমিষ্ঠ পন্ডিত অতীশ দীপঙ্করের বাল্যনাম ছিল চন্দ্রগর্ভ। তারুণ্য অতিক্রমের পর যিনি তদানীন্তন বৌদ্ধ বিশ্বের শ্রেষ্ঠ ভন্তের স্থান অধিকার করেছিলেন তিনি বর্তমানে নিজ গ্রামে অবহেলিত, শেকড় ছিন্ন। চীন সরকার সম্প্রতি বজ্রযোগিনী গ্রামে তাঁর স্মরণে একটি স্মারক স্থাপন করে। চীনা এবং ইংরেজী ভাষায় সেখানে লেখা রয়েছে যে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ১ হাজার বছর আগে চীনে শুধু বৌদ্ধ ধর্ম সংস্কার করেননি, তিনি চীনে নিয়েছিলেন কৃষি ও ওষুধ প্রযুক্তি।

আমাদের ধারণা, সদ্য আবিষ্কৃত বৌদ্ধ বিহারের সঙ্গে অতীশ দীপঙ্করের একটি গভীর সম্পর্ক ছিল। কথিত আছে অতীশ দীপঙ্করের সময় (৯৮২-১০৫৪ খ্রি.) বিক্রমপুরের বৌদ্ধ শিক্ষাকেন্দ্রে নেপাল, তিব্বত, চীন, থাইল্যান্ড ও অন্যান্য দেশ থেকে প্রায় ৮০০০ শিক্ষার্থী ও ১০০ জন শিক্ষক এসে ছিলেন। বলা হয়, অতীশ দীপঙ্কর ছিলেন ঐ শিক্ষাকেন্দ্রের অধ্যক্ষ। গবেষণা চলমান থাকলে এ সম্পর্কে আরও গুররুত্বপূর্ণ সূত্র আবিষ্কৃত হবে তার ইঙ্গিত ইতোমধ্যে পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, মগধের পূর্বে বাংলায় বিক্রমপুরী নামে একটি বৌদ্ধ বিহার ছিল। পূর্ব ভারতবর্ষের বিখ্যাত শিক্ষাকেন্দ্র বিক্রমপুরী বিহারটি প্রতিষ্ঠা করেন সম্ভবত পাল সম্রাট ধর্মপাল। কারও কারও মতে বিক্রমপুরী বিহার বিকাশে চন্দ্র রাজাদেরও অবদান ছিল।

উল্লেখ্য, পাল সম্রাট ধর্মপাল প্রায় ৩০টি বৌদ্ধ শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। সোমপুর মহাবিহার, বিক্রমশীল মহাবিহার, নালন্দা মহাবিহার তাঁর অন্যতম কীর্তি। অন্যদিকে, চন্দ্ররা সমতটের শাসক ছিলেন। সপ্তম শতকের চৈনিক পরিবার্জক হিউয়েন সাঙ সমতটে ৩০টি বৌদ্ধ বিহারের কথা উল্লেখ করেছেন। সমতটে প্রতœতাত্ত্বিক খননে ইতোমধ্যে ৮টি বৌদ্ধ বিহার আবিষ্কৃত হয়েছে। বলা হয়, বিক্রমপুর এক সময় সমতটের অংশ ছিল। বিক্রমপুর অঞ্চল থেকে সমতটের শাসক চন্দ্রদের তাম্রশাসনের নিদর্শন পাওয়া গেছে। সে হিসেবে বিক্রমপুর ছিল সমতট অঞ্চল। এবং বিক্রমপুরে বৌদ্ধ বিহার থাকাই স্বাভাবিক।

উল্লেখ্য, বিক্রমপুর অঞ্চল থেকে অনেক বৌদ্ধ মূর্তিও আবিষ্কৃত হয়েছে। আবিস্কৃত বৌদ্ধ বিহারের কাছাকাছি মোঘল, সুলতানী আমলেরই অমূল্য স্থাপনা রয়েছে। এই ৩ আমলের স্থাপনাকে নিয়ে গড়ে উঠতে পারে দেশের অন্যতম পর্যটন জোন। এর মধ্যে রয়েছে শহরের ইদ্রকপুর কেল্লা ও পুলঘাটার ইটের পুল । মীরকাদিমের কাজী কসবায় বাবা আদমের মসজিদ, সুলতানী আমলের স্থাপত্য। এছাড়া সেনারং জোড় মঠ বৃটিশ ঔপনেবেশিক আমলের স্থাপনা। এগুলোকে ঘিরে দেশী বিদেশী পর্যটকদের পদচারণায় মুখরিত হতে পারে বিক্রমপুর ।

Comments are closed.