মুন্সীগঞ্জের গজারিয়ায় পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে গজারিয়ার পশুর হাটগুলো। এবারের পবিত্র ঈদুল আযহায় গজারিয়া উপজেলার ভবেরচর, ভাটেরচর, গজারিয়া, রসুলপুর হাট গুলোতে জমে উঠেছে গরুর কেনাবেচা। বুধবার ভাটেরচর কোরবানীর পশুর হাট ঘুরে কোরবানীর পশুর বিক্রেতা ও ক্রেতার সংখ্যা দেখা গেছে চোখে পড়ার মতো। হাটে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এ সময় হাটের শৃঙ্খলা রক্ষার জন্য ভলান্টিয়ারদের ও ব্যস্ত সময় পাড় করতে দেখা গেছে।ভাটেরচর পশুর হাটে সর্ব্বোচ্চ ১টি গরু এক লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি করতে দেখা গেছে।এছাড়াও অনেকে হাটের বিকল্প হিসেবে গৃহস্থদের কাছথেকে কোরবানীর গরু ক্রয় করছে। এবং গরুর মালিকেরা ও তাদের পছন্দের দামে বাড়িতে রেখেই খুশিমনে গরু বিক্রি করছে।
নিউজ গজারিয়া