গজারিয়ায় ২ গ্রুপের সংঘর্ষে আহত ৫ : আটক ৪

sssssগজারিয়া উপজেলার বালুকান্দি ইউনিয়নে তেতৈতুলা গ্রামে ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ৪ ব্যক্তিকে আটক করেছে। জানাযায়, (বুধবার) দুপুর ১২ টায় গজারিয়া উপজেলার বালুকান্দির ইউনিয়নের তেতৈতলা এলাকায় আধিপিত্ত বিস্তারকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে ৫ব্যক্তি আহতে হয়েছে। সকাল ১০টায় আব্দুল আজিজ সরকারকে ৫০ হাজার টাকা চাঁদার জন্য হুমকি দেয় শাহিনুর গং গ্রুপ। এর আধা ঘন্টা বালুকান্দি ইউয়িনের আওয়ামীলীগের সভাপতি আল-আমিন, জুয়েল গং সংঘর্ষে লিপ্ত হয়।

এসময় সংঘর্ষে আহত হয় বিপ্লব, জাফর, শাহিনুর, টিটু সহ ৫ ব্যক্তি। পরপরই গজারিয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ডালিম (১৯পিতা উকিল উদ্দন, শাহিনুর ৩৮ , আলী ইসলাম ৩৫ পিতা শিহিদুল, আবু জাফর (২৩) পিতা আ : ছাত্তার কে পুলিশ আটক করে। এ ব্যাপারে গজারিয়া থানার ওসি জানান, ২ গ্রুপের সংঘর্ষে আহত ঘটনায়, এলাকা এখন শান্ত রয়েছে। অন্য দিকে আটক ৪ জন বিরুদ্ধে গজারিয়া থানায় তালিকা ভূক্ত মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গজারিয়া আলোড়ন

Leave a Reply