পদ্মা সেতুর দ্বিতীয় শিপমেন্টের মালামাল মাওয়া পৌঁছেছে

padma2মঙ্গলবার রাতে দ্বিতীয় শিপমেন্টের মালামাল চট্টগ্রাম বন্দর থেকে মাওয়ায় পৌঁছেছে আজ । ৮শ’ টন ওজনের ৫ হাজার মিটার দীর্ঘ ড্রেজার পাইপ নিয়ে ৪০টি বড় ট্রাক এবং ১০ ট্রেইলরে সয়েল টেস্টের যন্ত্রপাতি চিটাগাং পোর্ট থেকে মাওয়ায় এসেছে । বিকেল ৬টায় পর্যায়ক্রমে বাকীগুলোও রওনা হচ্ছে।

এদিকে তৃতীয় শিপমেন্টে ড্রেজার, ভাসমান ক্রেন, টাগবোটসহ নানা যন্ত্রপাতি বহনমকারী সাবমার্জেবল ভার্সেল দু’টি চীনের সাংহাই বন্ধর থেকে রওনা হয়েছে। ১২ অক্টোবর বাংলাদেশের গভীর সমুদ্রের কুতুবদিয়া মোহনায় পৌছবে।

পানির গভীরতা কম থাকায় চট্টগ্রাম বন্দর থেকে ৪৫ নটিক্যাল মাইল দূরে বড় আকারের এই জাহাজ দু’টি নোঙ্গর করবে। বিশেষ ব্যবস্থায় সেখানেই কাস্টমসের ফর্মালেটিস শেষে ছোট জাহাজে সরাসরি মাওয়ায় আনা হবে।

এসব তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু বিভাগের নির্বার্হী প্রকৌশলী ও এস আই চৌধুরী এন্ড কোম্পানি (সিকো গুরুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান) নির্বার্হী প্রকৌশলী আলী আহমদ আলী জানান, চীন থেকে আসা প্রথম সিপমেন্টে সয়েল টেস্টের কেমিক্যাল ‘বেন্টানাইট’ শুক্রবার মাওয়ায় পৌঁছে। এটি দ্বিতীয় শিপমেন্টের মালামাল।

জে নিউজ

Comments are closed.