মাওয়া ঘাটে ঈদ-পূজার ছুটিতে ঘরমুখো মানুষের ঢল

mawa41দক্ষিণ বঙ্গের ২১টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুট। ঈদ ও পূজার ছুটি উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে এ রুটের মাওয়া ঘাটে। বৃহস্পতিবার সকাল থেকে লৌহজং-এর মাওয়া ঘাটে মানুষের চাপ ছিলো অন্যান্য দিনের চাইতে অনেক বেশি।

মাওয়া ঘাট সূত্র জানায়, গত এক সপ্তাহ এ রুটের ৮৬ লঞ্চের মধ্যে ৩৪ লঞ্চ বন্ধ ছিলো। গতকাল বুধবার থেকে তা আবার সম্পূর্ণরুপে চালু করা হয়। তবে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। দুর্ভোগ এই রুটে চলাচলরত মানুষের নিত্য সঙ্গী, তাই কোনো না কোনোভাবে যাত্রীরা দুর্ভোগে পড়বেই।

সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-মাওয়া রুটের অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ করে দেয় মালিক কর্তৃপক্ষ।
mawa41
স্থানীয় সূত্র জানায়, আরাম পরিবহনের কিছু বাস মাওয়া স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আসলে স্থানীয় বাস মালিক সমিতে তাদের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে যাত্রীর‍া পড়েছে চরম দুর্ভোগে।

মাওয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ খালিদ হোসেন জানান, মাওয়া ঘাটে অন্যান্য দিনের চাইতে যাত্রী চাপ কয়েক গুন বেশি। তবে ফেরি, লঞ্চ, সি-বোটসহ অন্যান্য নৌযান স্বাভাবিকভাবেই চলাচল করছে। ঈদ ও পূজার ছুটি একসঙ্গে হওয়ায় এর চাপ বেশি।

শীর্ষ নিউজ

Leave a Reply