চে’ গুয়েভারা একটি স্বপ্নের নাম। একটি বিপ্লবের নাম। সাম্রাজ্যবাদ শক্তির বিরুদ্ধে এক আদর্শের প্রতীক চে’। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের চেতনার উৎস। পৃথিবীর যে কোন প্রান্তের শোষিতের জন্মভূমি ছিল তাঁর মাতৃভূমি।
চে’র বিপ্লবী আদর্শ লাঞ্চিত-শোষিত হাজারো মানুষ ও মাটিকে নিয়ে নতুন এক সমাজ বুননের স্বপ্ন দেখে মুন্সিগঞ্জ চে’ পরিষদ।
আগামী ৯ অক্টোবর চির বিপ্লবী চে’র প্রয়াণ দিবস কে সামনে রেখে কর্মসুচী ঘোষনা করা হচ্ছে।
৯ অক্টোবর ২০১৪ বৃহস্পতিবার
চে’ গুয়েভারা (১৯২৮-১৯৬৭) স্মরণে
সকাল ৮.০০
নীরবতা পালন
পুষ্পার্ঘ অর্পণ
সান্ধ্য কর্মসূচিঃ
৬:০১ মি:
আলোক প্রজ্জ্বালন ও অবস্থান
চে’ রচিত কবিতা পাঠ
আলোচনা:
চে’র স্বপ্ন; বিশ্ব পুঁজিবাদের আগ্রাসন ও সমাজতন্ত্রের ভাবনা
স্থান: রামগোপাল পুর প্রধান সড়ক (চৌরাস্তা সংলগ্ন)
চে’র বিপ্লব ও শান্তির জয়গান কে এগিয়ে নিতে আগ্রহীদের উদার আমন্ত্রণ জানানো যাচ্ছে।
বিনীত
চে’ পরিষদ
রিকাবি বাজার; মিরকাদিম পৌরসভা
মুন্সিগঞ্জ।