সংঘর্ষ নিয়ে থানা পুলিশের রমরমা বাণিজ্য!

yardous policeআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় রমরমা বানিজ্য করছে সদর থানা পুলিশের। বুধবার দুপুর ১ টার দিকে হাটলক্ষ্মীগঞ্জ সাহি মসজিদ সংলগ্ন এলাকায় আ’লীগের দু’গ্রুপের ঘন্ট্যাব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছে ৪ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ মো. শাহাবুদ্দিনকে আশঙ্কা জনক অবস্থায় মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া পর কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এদিকে, হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় দু’গ্রুপের ঘন্ট্যাব্যাপি সংঘর্ষের ঘটনা শেষে পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ গ্রুপের লোকজন পালিয়ে যাওয়ার সময় দু’জন সন্ত্রাসী মো. রিজবি (১৭) ও সাগর (১৮)-কে স্থানীয় এলাকাবাসী আটক করে মুন্সীগঞ্জ সদর থানার (ওসি)-তদন্ত মো. ইয়ারদৌস হাসানের নিকট সোপর্দ করেছিলেন।

পরে জাহিদ গ্রুপের সন্ত্রাসী দু’জনকে থানা হাজতে পুলিশ হেফাজতে রেখেছে বলে নিশ্চিত করে জানিয়েছিলেন সদর থানার ডিউটি অফিসার (এ.এস.আই) রিয়া। সন্ত্রাসী মো. রিজবি ও সাগরকে থানা হেফাজত থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-তদন্ত মো. ইয়ারদৌস হাসানের নিকট জানতে তিনি জানান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেনের সঙ্গে আলাপ আলোচনা করলে তাদের কোন আপত্তি না থাকায় ওই দুই জনকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মকবুল হোসেন জানান, সংঘর্স চলাকালে মো. রিজবি ও সাগর সেখানে উপস্থিত থেকে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে। সংঘর্ষ শেষে পালিয়ে যাওয়া সময় হাটলক্ষ্মীগঞ্জ এলাকার স্থানীয় জনতা তাদের ধরে (ওসি)-তদন্ত মো. ইয়ারদৌস হাসানের নিকট সোপর্দ করে। আর (ওসি)-তদন্ত মো. ইয়ারদৌস হাসান সন্ত্রাসীদের ছেড়ে দেওয়ার বিষয়ে আমার সঙ্গে কোন কথা হয়নি। তিনি আরও জানান, (ওসি)-তদন্ত মো. ইয়ারদৌস হাসান একজন অসৎ পুলিশ কর্মকর্তা। তিনি মোটা টাকার বিনিময়ে ওই দুই সন্ত্রাসীকে সদর থানা থেকে ছেড়ে দিয়েছে।

পরে (ওসি)-তদন্ত মো. ইয়ারদৌস হাসান নয়াগাঁও এলাকার দুই সন্ত্রাসীকে মোটা টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার বিষয়ে মুন্সীগঞ্জ এ.এস.পি (সদর সার্কেল) এমদাদ হেসেন এর নিকট জানতে চাইলে তিনি এবিনিউজকে নিশ্চিত করে জানান, সংঘর্ষ শেষে পালিয়ে যাওয়া সময় হাটলক্ষ্মীগঞ্জ এলাকার স্থানীয় জনতা দুই সন্ত্রাসীকে ধরে সদর থানার তদন্ত কর্মকর্তার নিকট সোপর্দ করেছে বিষয়টি শুনেছি।

তবে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে কি না তা আমি নিশ্চিত নই। তবে এ বিষয়ে আমি উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। তিনি আরও জানান, (ওসি)-তদন্তের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হবে। তদন্তে প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

এবিনিউজ

Comments are closed.