মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কলেজ রোডে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজ চোকদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার রাতে এই সংঘর্ষ হয়।
মাথায় আঘাত পাওয়া সিরাজ চোকদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। লাশ ডিএমসি মর্গে রয়েছে। আহত রাহাদ (২২), রিয়াদ (২০) অনিক(২০) ও অপুকে (২১) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীনগর উপজেলার ডিউটি অফিসার এসআই মো. সাইদুজ্জামান ও স্থানীয় সূত্র জানায়, জশুরগাঁওয়ের রাহাদ ও পার্শ্ববর্তী বেজগাঁওয়ের রাহাদের মধ্যে ছোট ভাই বড় ভাই নিয়ে ঝগড়ার হয়। পরে বেজগাঁওয়ের রাহাদের পক্ষের ছাত্র লীগের নেতা পারভেজ শিকদার পনিরের নেতৃত্বে লাঠিসোঠা নিয়ে ৩০/৪০ জন জশুরগাঁওয় বাজারে হামলা চালায়। বাজারে থাকা জশুরগাঁওয়ের রাহাদের স্বজনরা তাকে রক্ষা করতে গেলে সংঘর্ষ বেধে যায়।
একতরফা পিটুনিতে জশুরগাঁওয়ের রাহাদের চাচা শ্রীনগর বাজারের ব্যবসায়ী মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
নিহত সিরাজ চোকদার জশুরগাঁও গ্রামের চোকদারবাড়ির নুরুল ইসলাম চোকদারের ছেলে। সিরাজের তিন মেয়ে রয়েছে।
বাংলা ট্রিবিউন