লাশ নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক এক ঘন্টা অবরোধ
আরিফ হোসেন: শ্রীনগরে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ী সিরাজ চোকদারের (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এ ঘটনায় শ্রীনগর থানা পুলিশ শনিবার দিনভর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ শিকদার পনিরকে এজাহার থেকে বাদ রাখায় নিহতের স্বজনরা ফুঁসতে থাকে। পরে তাকে বাদ রেখে ঐদিন সন্ধ্যায় ১৫ জনকে আসামী করে এজাহারটি মামলা হিসাবে রেকর্ড করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, পারভেজ শিকদার পনিরের নাম মামলার বাদী এজাহারে উল্লেখ করেনি। এর আগে শনিবার বিকালে সিরাজ চোকদারের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়ি জুশুর গাও এলাকায় নিয়ে আসা হলে স্বজন ও এলাকাবাসী উত্তেজিত হয়ে পরে। এসময় কয়েকশ এলাকাবাসী লাশ সহ মিছিল নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের মাশুরগাও এলাকায় অবস্থান নেয়। তারা ছাত্রলীগের নেতা কর্মীদের শাস্তি দাবী করে স্লোগান দেয় ও ঢাকা-মাওয়া মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে।
এসময় রাস্তার দুপাশে প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো দক্ষিন বঙ্গের ২৩টি জেলার কয়েক হাজার যাত্রী চড়ম দুর্ভোগে পরে। পরে তারা অবরোধ তুলে লাশ নিয়ে শ্রীনগর থানার সামনে এসে অবস্থান নেয় ও পারভেজ শিকদার পনিরের বিরুদ্ধে মামলা নেওয়ার পাশাপাশি আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানায়। শনিবার রাত সাতটার দিকে সিরাজ চোকদারকে মুশরীপাড়া কবরস্থানে দাফন করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত নয়টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে স্থানীয় বেজগাঁও গ্রামের ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্র“প সিরজুল ইসলাম সিরাজ চোকদার (৫৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে এলোপাতাড়ি পেটায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত সোয়া ১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত সিরাজ চোকদার উপজেলার জশুরগাঁও গ্রামের প্রয়াত নুরুল ইসলাম চোকদারের ছেলে।
নিহতের ভাই শাহআলম চোকদার দাবী করেন, ঐদিন রাত সাড়ে আটটার দিকে রাহাত শেখের সঙ্গে নিহতের ভাতিজা রাহাত চোকদারের পূর্ব-বিরোধের জের ধরে কথাকাটাকাটি শুরু হয়। এ সময় রাহাত শেখে কয়েকজন ছাত্রলীগ নেতাকে নিয়ে প্রথমে রাহাত চোকদারের উপড় হামলা চালায়। ভাতিজাকে বাচাতে চাচা সিরাজ চোকদার এগিয়ে আসলে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে ছাত্রলীগ নেতা পারভেজ শিকদার পনিরকে হুকুমের আসামি করে ১৬ জনের নামে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান পনিরের নাম বাদ দিয়ে থানায় মামলার করার নির্দেশ দেয়। এনিয়ে দিন ভর থানা-পুলিশের সাথে দেনদরবার চলে । পরে সন্ধ্যার দিকে পারভেজ শিকদার পনিরকে বাদ দিয়ে মামলাটি রেকর্ড করা হয়।