মাওয়া-কাওড়াকান্দি ঘাটে ঘরমুখো যাত্রীদের স্রোত

mawasজেলার শিবচরের কাওড়াকান্দি ঘাটে রবিবারও ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। অনেককেই গাড়িতে উঠতে প্রায় ৩ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যেতে হচ্ছে।

মুন্সীগঞ্জের মাওয়া থেকে লঞ্চ ও স্পিডবোটে আসা যাত্রীরা কাওড়াকান্দি ঘাট এলাকায় দীর্ঘ সময় ধরে গাড়ির জন্য অপেক্ষা করছেন। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন দ্য রিপোর্টকে জানান, যাত্রীদের হয়রানি বন্ধে ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।
mawas
অনেক যাত্রী জানিয়েছেন, গাড়ির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করে ২-৩ গুণ ভাড়া দিয়ে ও বাসের ছাদে চড়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

এদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইকবাল হোসেন।

দ্য রিপোর্ট

Comments are closed.