পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, দেশ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এই অবস্থায় গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
হযরত ইব্রাহিম স. মহান আত্মত্যাগের ঘটনাকে স্মরণ করে বি. চৌধুরী শুভেচ্ছা বাণীতে বলেন, দেশ ও জাতির কল্যাণে আমাদের ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদুল আজহা সবার জন্য মঙ্গল ও বরকতময় হোক।
এদিকে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাজধানীর গুলশানের আজাদ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন। এরপর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটার গ্রামের বাড়িতে যাবেন এবং সেখানে কুরবানী দিবেন।
বি. চৌধুরী ঈদের পরদিন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বারিধারার বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন।
নয়া দিগন্ত
Leave a Reply