গজারিয়ার ভবেরচরে মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যা

deadগত কাল মধ্য রাতে ভবেরচর কলেজ রোডে পূর্ব শত্রুতার জের ধরে সুফিয়া বেগম (৭০) কে হত্যা করা হয়, তার স্বামীর নাম হযরত আলী। জানা যায়, সুফিয়ার মোবাইল ফোন চুরি ও সিমানা বিরোধ কে কেন্দ্র করে পাশের বাড়ীর নুরু মিস্ত্রী ও তার ছেলেদের সাথে ঝগড়া হয়, ঝগড়ায় নুরু মিস্ত্রী আহত হলে এ ব্যাপারে থানায় মামলা হয়। মামলা ভয়ে সুফিয়া বেগমের ছেলেরা রফিকুল ইসলাম, স্বপন মিয়া, খোকন বাড়ী থেকে পলাতক।

এ সুযোগে সুফিয়া বেগমকে একা পেয়ে শ্বাস রাদ্ধ করে হত্যা করে নুরু মিস্ত্রীর ছেলেরা। সুফিয়া ছেলে রফিকুল ইসলাম, স্বপন মিয়া, খোকন আমাদের বলেন আমরা বাড়ী না থাকার সুযোগে নুরু মিস্ত্রী ছেলেরা সফিক, আলাউদ্দি আমার মাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে ধান খেতে ফেলে যায়।

গজারিয়া আলোড়নঃ
===========

মুন্সীগঞ্জে নারীর লাশ উদ্ধার, আটক ২

মঙ্গলবার ভবেরচর কলেজ রোড এলাকায় একটি ধানক্ষেতে সুফিয়া বেগমের (৫৫) লাশ পাওয়া যায়। তিনি ওই এলাকার প্রয়াত হযরত আলীর স্ত্রী।

এ ঘটনায় জড়িত সন্দেহে আকরাম হোসেন ও শফিকুল ইসলাম নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন জানান, রাতে খাবারের পর ঘুমাতে যান সুফিয়া বেগম।

সকালে সুফিয়ার পুত্রবধূ পানি আনতে গিয়ে ধানক্ষেতে শাশুড়ির লাশ দেখতে পান এবং এরপর পুলিশে খবর দেয় প্রতিবেশীরা।

রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।

বিডিনিউজ

Comments are closed.