সিরাজদীখানে গ্রামীন ঈদ আনন্দ মেলায় মানুষের ঢল

sirajdikhan-melaইমতিয়াজ বাবুল: সিরাজদীখানের ঐতিহ্যবাহী মালখা নগর মাঠে ঈদের পরদিন মঙ্গলবার থেকে গ্রামীন মেলা বসেছে। তিনদিন ব্যাপী এই মেলায় মানুষের ঢল নেমেছে। নানা বয়সী মানুষ কেনাকাটাসহ সরাসরি ঈদ বিনোদন উপভোগ করে। জেলার শ্রেষ্ঠ সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে পুরস্কার প্রাপ্ত ‘ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর’ গত ৯ বছরের মত এবারও গ্রামীন মেলার আয়োজন করেছে। বিশাল এই মেলায় দু’শতাধিক স্টল নানা পসরা সাজিয়ে বসেছে। আর পাশে বড় আকারের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পসরাতো রয়েছেই। তাই গভীর রাত অবধি মানুষের কোলাহলে বিশেষ এক পরিবেশ সৃষ্টি হচ্ছে। মেলার দ্বিতীয় দিন বুধবারও ছিল প্রানের স্পন্দন। আজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই মেলা।

মঙ্গলবার রাতে মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব মো. মুস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। সংগঠনটির সভাপতি আসরাফুজ্জামান সোহেলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হাজী আ. করিম, এ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আ. মতিন হাওলাদার ও সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন শামছুল ইসলাম প্রমুখ। মেলার ১ম দিনে মনোঞ্জ সঙ্গীতানুষ্ঠান ছাড়াও মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেলের পরিবেশনায় মঞ্চস্থ হয় মুখাভিনয় “পাহাড়া” ।

আয়োজকরা জানান, গ্রামগঞ্জের ঐতিহ্য ধরে রাখা ও জনগনকে নির্মল আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজন।

Leave a Reply