সিরাজদিখানে ঈদ উপলক্ষে চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট

footballঈদ-উল-আজহা উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ষোল আনি মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে। চলছে কোয়ার্টার ফাইনাল খেলা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের ২য় দফার খেলায় অংশ গ্রহন করবে উপজেলার বাড়পৌড়া যুব সংসদ বনাম উত্তর মালপদিয়া একাদশ। বুধবার বিকেলে কোয়ার্টার ফাইনাল খেলায় ২টি দল অংশ গ্রহন করেছে, জৈনসার যুব কল্যাণ সংসদ বনাম টংগীবাড়ী উপজেলার হাসঁকিরা নতুন দিগন্ত যুব সংঘ।

খেলায় ৫-০ গোলে যুব কল্যাণ সংসদকে হারিয়ে নতুন দিগন্ত সেমিফাইনালে উঠেছে। ফুটবল টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে চলছে। ১৬টি দল খেলায় অংশ গ্রহন করেছে।

ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সূর্যসেনা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মামুন আহমেদ। কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কামাল হোসেন, কবির খান, তোফাজ্জল হোসেন, মতি কাজী, নুরুন্নবী বেপারী, সাহাবুদ্দিন কাজী, কাজী আবু তাহের প্রমূখ।

বিডিলাইভ

Comments are closed.