মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় শাকিল মিয়া (২৫) নামে এক যুবকের কাছ থেকে গুলিসহ বিদেশী তৈরী ১ টি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে চোঁখে বালি ছুড়ে মেরে পুলিশের হাত থেকে পালিয়ে গেছে ওই যুবক। শাকিল সদরের শাখারী বাজার এলাকার আব্দুল আজিজের ছেলে। বর্তমানে সে পলাতক রয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সদর থানা পুলিশের টহলরত টিম ৩২ বোরের ৩ রাউন্ড গুলিসহ ওই পিস্তল উদ্ধার করে।
সদর থানার ওসি (তদন্ত) ইয়ারদৌস হাসান জানান, শুক্রবার সকালে সদর থানায় শাকিল ও অজ্ঞাত আরো ৩ জন যুবকের বিরুদ্ধে অস্ত্র ও পুলিশকে আঘাত করার ঘটনায় পৃথক ২ টি মামলা দায়ের করা হয়েছে।
মুন্সীগঞ্জ বার্তা