গত ৪ অক্টোবর বালুয়াকান্দি ইউনিয়নে তেতৈতলা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত আহত হয় ২০ জন। এ ঘটনায় পুলিশ ও দুপক্ষ থেকে একাদিক মামলা দায়ের করা হয়। এ ঘটনায় রবিবার সন্ধ্যা ৬টা ৩০মিনিটে গজারিয়া থানার এস আই এ বি এম দোহা তেতৈতলা বাজার থেকে খোকা দেওয়ানকে (৪৫) আটক করে। গজারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায় প্রাথমিক জিজ্ঞাগাসা বাদের জন্য খোকাকে আটক করা হয়েছে।
গজারিয়া আলোড়ন
Leave a Reply