পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাচ্ছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে

পদ্মা সেতুর পরামর্শকের কাজ পাচ্ছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে করপোরেশন। প্রতিষ্ঠানটি মূল সেতু ও নদীশাসন অংশের পরামর্শক হিসেবে কাজ করবে। পরামর্শক নিয়োগসংক্রান্ত প্রস্তাবটি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে গত সপ্তাহে পাঠানো হয়েছে। আজ সোমবার তা অনুমোদনের কথা রয়েছে।

বাংলাদেশ সেতু বিভাগ সূত্রে জানা গেছে, এ পরামর্শক প্রতিষ্ঠানের পেছনে ব্যয় হবে ৩৩১ কোটি ১৫ লাখ টাকা। এ টাকায় প্রতিষ্ঠানটি মূল সেতু নির্মাণ, নদীশাসন চলাকালে এবং নির্মাণ-পরবর্তী এক বছর তদারকির দায়িত্ব পালন করবে।

প্রসঙ্গত, পরামর্শক নিয়োগে গত বছরের সেপ্টেম্বরে নতুন করে দরপত্র আহ্বান করা হয়। এতে ১০টি প্রতিষ্ঠান অংশ নেয়।

কালের কন্ঠ

Leave a Reply