বেপারী মুহাম্মদ শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাাড়ি উপজেলার হাসাইল-টঙ্গীবাড়ি সংযোগ সড়কের রাস্তার দু-পাশের গাছ কাটার হিড়িক পড়েছে। গতকাল বুধবার উপজেলার ঝিনাইসার মাদ্রাসার পাশে রাস্তার উপরে ৫০ হাজার টাকা মূল্যের রেন্টি কড়ই গাছ কেটে নিতে শুরু করে গনাইসার গ্রামের আ. হামিদ মিয়া গং।
উপজেলা বন কর্মকর্তা হুমায়ন মিয়া জানান, মাদ্রাসার জন্য গাছটি কর্তন করা হচ্ছে। তবে গাছ কাটার অনুমতি পত্র দেখতে চাইলে তারা পালিয়ে যান। এর আগে গত শুক্রবার সিদ্ধেশ্বরী বাজার ব্রীজ সংগ্লগ্ন স্থান হতে একটি কৃষ্ণ চূড়া গাছ কেটে নিয়ে যায় পাশের জমি মালিক মঞ্জু শেখ। এই গাছটি কেটে ফেলায় ওই রাস্তা দিয়ে যাতায়তকারী মানুষের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এ ছাড়াও সম্প্রতি এ রাস্তার পাশের প্রায় ৫০ টি গাছ কাটার ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply