গজারিয়ার বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

মেঘনা-গোমতী সেতু সংলগ্ন বাউশিয়া ইউনিয়নের পাখির মোড়ে শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছালেহা খাতুন (৪০) ও অটোরিকশাচালক সিরাজ মিয়া (৪৫) গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা। গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশ্রাফুদ্দিন আহাম্মেদ জানান, সকালে কুমিল্লাগামী একটি বাস বেপরোয়াভাবে দাউদকান্দিগামী অপর একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালকসহ এক নারী যাত্রী মারা যান। অপর এক যাত্রীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপর ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। লাশ দুটি গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply