সিরাজদিখানের কালীনগরে প্রবাসীকে কুপিয়ে জখম

জমি সংক্রান্ত বিরোধে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কালীনগরে আব্দুল কাদির মুন্সী (৫০) নামের এক সিঙ্গাপুর প্রবাসীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল কাদির মুন্সী জানান, মামলা সংক্রান্ত জেরে জেলা জজকোর্ট থেকে রবিবার রাতে বাড়ি ফিরছিলাম।

তিনি জানান, সিরাজদিখানের বালুরচরের আল-আমিন মাকের্টের সামনে পৌঁছলে সন্ত্রাসী দুলাল মিয়া (৪৫) ও অলিউল্লাহর (৩৫) নেতৃত্বে ১০/১২ জন ধারাল অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়।

পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানান কাদির।

আরটিএনএন

Leave a Reply