মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা এলাকায় বালু কাটায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী হামলা চালিয়ে চারটি ড্রেজার ভাঙচুর করেছে। এ ঘটনায় সাত জন ড্রেজার শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ইউনিয়নের বকচর গ্রামেরে মেঘনা নদীর পাড় ঘেষে বালু উত্তোলনকালে গ্রামবাসীর হামলা চালায়।
আহত ড্রেজার শ্রমিক মো. দিদার হোসেন (৩০) ও মুরাদ ফকিরকে (৩৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল খায়ের ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রামবাসী বারবার মানা করার পরও গ্রাম ঘেষে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিল। মেঘনায় ভাঙন আশঙ্কায় গ্রামবাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম অবস্থান করছে।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে বালু মহালে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ রয়েছে। এ অবস্থায় গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে।
শীর্ষ নিউজ
Leave a Reply