মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের শিশু ছাওয়াদ দেওয়ান (৬) হত্যার ঘটনায় ঘাতক পিতা জুলহাস দেওয়ানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর আড়াইটায় সদর থানার দায়েরকৃত মামলায় আমলি আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট ইনেসপেক্টর আব্দুল কুদ্দুস জানান, পুত্র হত্যা মামলার আসামি জুলহাস দেওয়ানকে (৩৫) দুপুরে আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে জুডিশিয়াল মেজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, পরিবারের অভিযোগের ভিত্তিতে জুলহাস দেওয়ানকে ১৫ অক্টোবর বুধবার বিকেল ৫ টায় সদর থানায় নিয়ে আসা হয়। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। এবং তার তথ্য অনুযায়ী নিহত শিশু ছাওয়াদের মৃতদেহ বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকার একটি মুরগী ফার্মের কাছে ডোবা থেকে উদ্ধার করা হয়। এর আগে সোমবার বাড়ি থেকে ঢাকাতে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যায় তাকে নিয়ে যায় জুলহাস। এবং নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় নিয়ে গলাটিপে হত্যা করে পাষণ্ড এই বাবা।
শীর্ষ নিউজ
Leave a Reply