গাজীপুরের কালিয়াকৈরে চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার গভীর রাতে গণপিটুনিতে আহত মোস্তফা কামাল (৪০) নামের ওই যুবক বৃহস্পতিবার সকালে মারা যান।
মোস্তফা মুন্সীগঞ্জের লৌহজং থানার ভোগদা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে মোস্তফা কালিয়াকৈর উপজেলার কালামপুর পূর্বপাড়া (ভুলোয়া) এলাকায় জনৈক জামাল উদ্দিনের দোকানের তালা ভেঙে মালামাল চুরি করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়।
কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম রেজা দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাকে উদ্ধার করা হয়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান তিনি।
দ্য রিপোর্ট
Leave a Reply